একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহনগরীর সদরঘাট থানা এলাকার হোটেল শাহজাহান থেকে অস্ত্র গুলিসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।।”।
আজ বুধবার (১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ অভিযান চালায় সিএমপি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-মো. ইমরান (২৩) পিতা আব্দুস সাত্তার, শেখ শফিউল আজম (২৩) পিতা শেখ বশির, ইমন দে (১৯) পিতা তপন দে ও আব্দুল আওয়াল (২১) পিতা আব্দুল মান্নান।।”।
সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে সন্ধ্যায় হোটেল শাহজাহানের ৩য় তলায় ২৫০ নং রুমে অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।।”।
গ্রেফতারকৃতরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নগরীতে ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment