![]() |
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার এরশাদ সমর্থক পরিষদের এক সমাবেশ সাদুল্যাপুর উপজেলার ছান্দিয়াপুরে আর,এ,গণি স্কুল এন্ড কলেজ রুমে ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।।”।
![]() |
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৩ পলাশবাড়ী- সাদুল্যাপুর সম্ভব্য জাপা প্রার্থী কেন্দ্রীয় নেতা জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে সকল মামলার কৌসূলি আলহাজ্ব এ্যাড: মমতাজ উদদীন।।”।
![]() |
সাবেক সাদুল্যাপুর উপজেলার চেয়ারম্যান ও জাপা সভাপতি আজিজুল হক (বিএসসি) সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পলাশবাড়ী এরশাদ সমর্থক পরিষদের সভাপতি রবিউল হোসেন পাতা, সদস্য আমিনুল ইসলাম রাজা, প্রক্তণ সাদুল্যাপুর রসুলপুর ইউনিয়নের জাপা'র সাধারণ সম্পাদক আনিছুর রহমান মন্ডল,বর্তমান সভাপতি ছমির উদ্দিন, প্রক্তন সভাপতি লতিফ মিয়া, সাবেক ছাত্র সমাজ উপজেলা সভাপতি মোস্তাফিজার রহমান ও জামালপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সৈয়দ আলী।।”।
![]() |
অনুষ্ঠানে প্রধান অতিথি মমতাজ উদদীন বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা ব্যাপক পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনটি জাতীয় পার্টির একটি গুরুত্বপূর্ণ আসন তাই এই আসনটি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে সকলকে একযোগে কাজ করতে হবে।।”।
তিনি আরও বলেন, এতো নেতাকর্মী ও সমর্থকদের এ সভাস্থলে আগমনে বুঝা যায়, জাতীয় পার্টীকে কতোটা প্রাণে আগলে রাখেন আপনারা। আমি আশা করি গাইবান্ধা-৩ আসনের জাপা'র নেতৃত্বশুন্য অবস্থা খুব সীঘ্রই কেটে যাবে ইনশাআল্লাহ।।”।
![]() |
এই সভায়, বনগ্রাম ইউনিয়ন সভাপতি শহিদুজ্জামান, সাবেক উপজেলা প্রচার সম্পাদক আ: সামাদ মন্ডল মধু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম দুদু, সাবেক যুব সংহতির সভাপতি সাহাবুদ্দিন ও সাদুল্যাপুর উপজেলা নেতৃবৃন্দ স্থানীয় জাপা সমর্থক নারী পুরুষগন উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment