চট্টগ্রামে এডিপি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ: চসিক মেয়র-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 September 2018

চট্টগ্রামে এডিপি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ: চসিক মেয়র-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
নির্বাচনকে সামনে রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এডিপি’র আওতায় বাস্তবায়নাধীন দুইটি প্রকল্পের মধ্যে ৭১৬ কোটি টাকার প্রকল্পের মধ্যে ইতোপুর্বে ১৬৫টির টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। অপর দিকে ১২০ কোটি টাকার প্রকল্পটির মধ্যে সবগুলো অর্থাৎ ৮৭ টি উপ-প্রকল্পের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়ে বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।মেয়র ৭১৬ কোটি টাকা প্রকল্পের অবশিষ্ট ২৩টির নথি দ্রুত সময়ের মধ্যে সুত্রপাতের করার জন্য নির্দেশনা দিয়েছেন। 
তাছাড়া এডিপি’র আওতায় ৩৮২ কোটি টাকা ব্যয়ে গৃহিত প্রকল্পের মধ্যে সড়ক ও ব্রীজ নির্মাণে ৯০টি উপ-প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ৬৭টির টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়ে বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। এই প্রকল্পভুক্ত ৮টি ব্রীজের টেন্ডার কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি।মেয়র চলতি মাসের মধ্যেই এডিপি প্রকল্পের অবশিষ্ট কাজগুলোর টেন্ডার কার্যক্রম সম্পন্ন করার জন্য নথি সুত্রপাত করে প্রধান প্রকৌশলীর কাছে জমা দেয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। 
তিনি আরো বলেন, চসিকের গৃহিত প্রকল্পগুলোর সাথে সাংসদদের সংশ্লিষ্টতা আছে। ডিসেম্বরে সংসদ সদস্যদের মেয়াদকাল শেষ হচ্ছে। বর্তমানের অনেক সংসদ সদস্য আবার নির্বাচন নাও করতে পারেন। তাই স্বচ্ছতা এবং জনস্বার্থে এডিপি প্রকল্পগুলো নির্বাচনের আগে শেষ করতে হবে।
আজ দুপুরে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে প্রকৌশল বিভাগের ৩০ তম সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরো বলেন, আগামী ২০১৯ সালের জুনের মধ্যে গৃহিত সকল প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে হবে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরীতে দৃশ্যমান পরিবর্তন চোখে পড়বে। জনগণ যাতে প্রকল্পের সুফল দেখতে পায়। আমি মেয়র উন্নয়নের কথা হবে না। নগরবাসীকে এই উন্নয়নের কথা নিজমুখে বলতে হবে। তাই দৃশ্যমান উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে প্রকৌশল বিভাগকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মাহফুজুল হক, কামরুল ইসলাম, মনিরুল হুদা। এতে কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সভায় মেয়র তিনি নগরীর মূল সড়কের পাশের সকল ডাস্টবিন দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে ফেলার জন্য পরিচ্ছন্ন বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages