পাকিস্তানের বিপক্ষে ১৭-০ গোলে জয় পেয়েছে মেয়েরা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 30 September 2018

পাকিস্তানের বিপক্ষে ১৭-০ গোলে জয় পেয়েছে মেয়েরা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:

পাকিস্তানের বিপক্ষে এই বিশাল ব্যবধানের জয়ে নিশ্চিত হলো মেয়েদের সেমিফাইনালে খেলা।
ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়াম যেন বাংলাদেশের মেয়েদের গোল বন্যার মাঠ। হোক অনূর্ধ্ব-১৬ দল কিংবা, অনূর্ধ্ব-১৮ দল। গত মাসে অনূর্ধ্ব-১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের কাছে পাকিস্তান হজম করতে হলো ১৭ গোল। এখন পর্যন্ত এটাই মেয়েদের সবচেয়ে বড় জয়।
খেলার প্রথমার্ধেই পাকিস্তানের জালে ৮ গোল দিয়ে দেয় সিরাত-শিউলিরা। এই আট গোলের ৪টি করেন সিরাত জাহান, মার্জিয়া করেন ৩টি ও শিউলি আজিম করেন ১টি গোল।
দ্বিতীয়ার্ধে নেমে যেন প্রথমার্ধের চেয়ে দ্বিগুণ আক্রমণ বাড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। শেষ অর্ধেকে গোল আসে আরও ৯টি।
দ্বিতীয়ার্ধে সিরাত জাহান গোল করেন আরও ৩গোল। সিরাত একাই  করেন ডবল হ্যাট্রিক (৭গোল)। এছাড়াও হ্যাট্রিক করেন মারজিয়া (৪গোল)। ২টি গোল আসে শিউলির শট থেকে।
এছাড়াও ১টি করেন গোল করেন তহুরা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি এবং আখি খাতুন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages