কুমিল্লা চৌদ্দগ্রামের মহিন প্রবাসে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা,দেশে থাকা পরিবারে শোকের মাতম-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 September 2018

কুমিল্লা চৌদ্দগ্রামের মহিন প্রবাসে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা,দেশে থাকা পরিবারে শোকের মাতম-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মহিন উদ্দীন (২৫) নামে এক বাংলাদেশীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা যায়, নিহত মহিন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের মিতল্লা গ্রামের আমিরুল ইসলামের ছোট ছেলে এবং বাংগড্ডা হলি ফ্লাওয়ার হসপিটালের সাবেক এমডি জনাব রফিকুল ইসলামের ছোট ভাই।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে দশটায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় কাতারের পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
নিহতের বড় ভাই রফিকুল ইসলামের সাথে আমাদের প্রতিনিধি  মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান, সদা হাস্যোজ্জ্বল আমার ছোট ভাইকে কখনো দেখিনি কারো সাথে রাগ করতে। পরিবারের কারো সাথেও কোন মান-অভিমানও ছিলনা। সে আত্মহত্যা করবে, আমরা কখনোই তা ভাবতে পারিনি। আত্মহত্যার এক ঘন্টা আগেও ফেসবুকে অনেকের সাথে যোগাযোগ করেছিলো বলে তার বন্ধুদের কাছে শুনতে পেলাম। প্রেম ঘটিত কোন ব্যাপার থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য,  প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে মহিন মধপ্রাচ্যের দেশ কাতারে ফাঁড়ি জমায়।
সম্প্রতি সে দেশে আসারও কথা ছিলো। তার এমন মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages