গোবিন্দগঞ্জ ফাসিতলা বাজার থেকে রাম দা চাকু উদ্ধার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 15 September 2018

গোবিন্দগঞ্জ ফাসিতলা বাজার থেকে রাম দা চাকু উদ্ধার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গাোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের  ফাঁসিতলা বাজারে গত কয়েকদিন আগে বিশিষ্ট ব্যাবসায়ী মঞ্জুর নিখোজের বিশেষ অভিযানের অংশ হিসাবে  সি-সার্কেল রেজিনুর রহমান, ওসি  মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে  সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাস্তা গ্রামের মানউদ্দিনের পুত্র আঃ সামাদ এর বাড়ীতে মাস্তা গ্রামের মোফাজ্জলের ছেলে সানোয়ার হোসেন ঐ বাসা ভাড়া নেয়।।”।
তারপর থেকে ঐবাসায় বিভিন্ন নেশা জাতিয় দ্রব্য সহ অসামাজিক কাযকলাপ এবং  দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যকলাপ চালানোর অস্ত্র রাম দা ,কনডম, মাদক  দ্রব্য ব্যবহৃত বোতল উদ্ধার করতে সক্ষম হয়েছে।, প্রভাবশালী  অপরাধ চক্র ক্লাব-  সমিতির অন্তরালে  সুদের ব্যবসা, নারীনির্যতন,  রোড ডাকাতি,  অপহরন, ছিনতাই, মাদক ব্যবসার প্রসার ঘটিয়েছে। অনেক দেরিতে হলেও পুলিশের এই জোড়ালো ভুমিকা রাখার জন্য শান্তি প্রিয় মানুষ সাধুবাদ জানিয়েছেন।।”।
এ সময় কাউকে পাওয়া  না গেলেও  তৎপড়তা অব্যাহত  রয়েছে বলে ওসি মজিবুর   রহমান পিপিএম জানিয়েছেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages