রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে ৩সদস্য অগ্নিদগ্ধ,নিহত ৮ মাসের শিশু-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 September 2018

রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে ৩সদস্য অগ্নিদগ্ধ,নিহত ৮ মাসের শিশু-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের  ফলে একই পরিবারের ৩জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটে।।”।
এতে মর্মান্তিক ভাবে একটি শিশু অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।আমাদের নবীনগর উপজেলা মানবাধিকার কর্মী সামছুল আলম মজুমদারের দেওয়া তথ্যে জানা যায় ৭ই সেপ্টেম্বর শুক্রবার ভোরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।।”।

নৌকার মাঝি রবিউল মিয়া ও তার মেয়ে ইলমা আক্তার,ও ছেলে রাব্বি সহকারে ঘুমের মধ্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পরে।এতে রবিউল মিয়া ও শিশু রাব্বি এলাকাবাসীর চেষ্টায় বেঁচে গেলে ও ৮মাসের শিশু ইলমা আগুনে জ্বলে মৃত্যুবরণ করে।।”।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রবিউল মিয়ার স্ত্রী রুমা আক্তার প্রতিদিনের মত ভোরে এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। এসময় ঘরের ভিতরে রবিউল, তার ছেলে রাব্বী ও ইলমা ঘুমিয়ে ছিল। রুমা রান্না বসিয়ে দিয়ে ঘরের বাহিরে টয়লেটে যায়।।”।

হঠাৎ বিকট শব্দ পেয়ে বাড়ির সকল লোকজন এগিয়ে এসে দেখে ঘরের মধ্যে আগুন। ঘরের ভেতরে তিনজনই আগুনে দ্বগ্ধ হন।পরে এলাকাবাসী রবিউল ও তার ছেলে রাব্বীকে উদ্ধার করতে পারলেও ইলমা পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।।”।
পরে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।এই বিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলাপকালে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান জানান রাব্বীকে শরীলের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রবিউল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একুশে মিডিয়া।”।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages