![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে (৪ সেপ্টেম্বর) ভোর রাতে ফেনীর রামপুর রাস্তার মাথায় চেকপোস্ট বসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭)।
এই সময় মহাসড়কে সৌদিয়া পরিবহন থেকে কোটি টাকার ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।জানা যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহন চট্ট মেট্রো-ব ১১-০৭৩৪ গাড়ীটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়।ফেনীর রামপুর রাস্তার মাথায় পরিবহনকে থামানোর সংকেত দিলে তারা গাড়ি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। র্যাব গাড়ীটি ধাওয়া করে আটক করে।।”।
এসময় ঐ গাড়ী থেকে প্রায় ১ কোটি ১৫লাখ টাকা মূল্যের ইয়াবা পাওয়া যায়। সৌদিয়া পরিবহনের গাড়ীটি ও ইয়াবা সহ ২জনকে আটক করে থানার সোপর্দ করে র্যাব। র্যাব জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্রগ্রাম থেকে ঢাকামুখী সৌদিয়া পরিবহনের মাধ্যমে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।।”।
তাই তারা ফেনীর রামপুর রাস্তার মাথায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস (যার রেজি নং চট্ট মেট্রো-ব ১১-০৭৩৪) গতিবিধি সন্দেহজনক হলে সদস্যরা গাড়ীটি থামানোর সংকেত দেয়। কিন্তু ড্রাইভার গাড়ীটি না থামিয়ে র্যাব এর চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা গাড়ীটিকে ধাওয়া করে আটক করে।র্যাব আরো জানায়, আটকের পর গাড়িটি তল্লাশী করে ২৩ হাজার পিস ইয়াবা সহ বাবলু নাথ (৪০) ও নুরুল ইসলাম (৪৬) নামে ২ জনকে আটক করে।।”।
আটককৃত বাবুল নাথ চট্টগ্রামের সিতাকুন্ড থানার কোদারখীল এলাকার ধীরেন্দ্র নাথের ছেলে ও নুরুল ইসলাম কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চক বাজার এলাকার আবদুল মান্নাফের ছেলে।।”।
জব্দকৃত সৌদিয়া বাসটি মূল্য আনুমানিক ৮০ লক্ষ টাকা ও ইয়াবা ট্যাবলেটের মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা।”।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দৃকত মালামাল ও আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় হস্তান্তর করা হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment