ফাইল ফটো |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মা-মেয়েসহ ৪ মাদক কারবারীকে ৮০ লিটার চোলাই মদ ও ৭’শ ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।।”।
রবিবার ১৬ সেপ্টেম্বর দুপুরে থানা অফিসার ইনচার্জ- এস.এম. আব্দুস সোবহানের নেতৃত্বে এসআই আবুল কালাম, এসআই মামুনুর রশিদ, এসআই গোলাম মোস্তফা পৃথক অভিযান চালিয়ে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারের নিজ বাড়ি থেকে ৮০ লিটার চোলাই মদসহ হরিলাল রবিদাশের স্ত্রী, শান্তি রানী (৪০) ও তার মেয়ে হেমন্ত রানী (২৫) কে গ্রেফতার
করে পুলিশ।।”।
এরআগে রাতে ২’শ ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ সোনারায় ইউনিয়নের পূর্ব-বৈদ্যনাথ গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জহির উদ্দিন (৩২).ও ৪’শ ৮০টি ইয়াবা ট্যাবলেটসহ একই গ্রামের আব্দুল গফুরের পুত্র মণির সরকার (২২) কে গ্রেপ্তার করেন। ।”।
বিষয়টি নিশ্চত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান বলেন, গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment