ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 September 2018

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ খ সার্কেলের অভিযানে আবুল বাশার নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।।”।
এ সময় তার কাছ থেকে ৫শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বাড়ি নান্দাইল উপজেলার রসুলপুর নদীরপাড় এলাকায়। তাকে নিজ বাড়ি থেকে রবিবার দুুপুরে গ্রেফতার করা হয়।।”।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।।”।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ অফিস সুত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার রসুলপুর নদীরপাড় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী আবু সাহিদের ছেলে আবুল বাশার ৫শত পিচ ইয়াবা বিক্রির লক্ষ্যে তার নিজ বাড়িতে অবস্থান করছে।।”।
মাদকদ্রব্য অধিদপ্তরের খ সার্কেলের পরিদর্শক মীর্জ তোফাজ্জল হোসেন খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানে আবুল বাশারকে তার নিজ বাড়ি থেকে ৫শত পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।।”।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই শামছুল হক, সিপাই মাহবুব আলম, আরিফ মিয়া, বিপ্লব চক্রবর্তী ও আঃ কাদির সাথে ছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নান্দাইল মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages