একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীধীন পাঁচ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯জনকে আটক করেছে থানা পুলিশ।।”।
বায়েজিদ থানায় ১জন, পাঁচলাইশ থানায় ৮জন, চান্দগাঁও থানায় ২জন, চকবাজার থানায় ৭জন ও আকবরশাহ থানায় ১জন রয়েছে।।”।
দিবাগত রাত শনিবার সারারাত চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাসা-বাড়ী ও রাস্তায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।।”।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ একুশে মিডিয়াকে বলেন, গতরাতে জামায়াত-বিএনপি সন্দেহে ৮জনকে আটক করা হয়েছে।।”।
এখন যাচাই বাছাই চলছে। কোন অপরাধী থাকলে তাদের গ্রেফতার দেখানো হবে।।”।
বায়েজিদ থানার ডিউটি অফিসার এসআই রুমি বড়ুয়া একুশে মিডিয়াকে বলেন, মাহবুব নামে এক যুবদল নেতা গ্রেফতার রয়েছে।।”।
চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই সিরাজুল ইসলাম একুশে মিডিয়াকে জানান, জামায়াত-বিএনপি সন্দেহে ৭জনকে গতরাতে আটক করা হয়েছে। নিরীহ কেউ আটক থাকলে তাদের ছেড়ে দেয়া হবে। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment