ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ, চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয় সভা ঋষিধাম প্রাঙ্গণে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 21 September 2018

ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ, চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয় সভা ঋষিধাম প্রাঙ্গণে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
ঋষি অদ্বৈতানন্দ পরিষদ চট্রগ্রাম দক্ষিণ জেলার সম্মেলন প্রস্তুতি কিমিটির আহবায়ক এড. আশিষ চৌধুরী সভাপতিত্বে আর্শীবাদক হিসাবে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসী ধামের মোহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ.... প্রধান অতিথির বক্তব্য রাখেন-শ্রীগুরু সংঘের সভাপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিনহা,প্রধান বক্তা-এড কাঞ্চন বিশ্বাস, সাধারন সম্পাদক ঋষি অদ্ধৈতানন্দ পরিষদ বাংলাদেশ, স্বাগত বক্তব্য রাখেন প্রদীপ গুহ, সদস্য সচিব ঋষি অদ্বৈতানন্দ পরিষদ দক্ষিণ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি.....

এতে আরো বক্তব্য রাখেন- অলক দাশ যুগ্ম আহবায়ক, ঝুন্টু দাশ যুগ্ম আহবায়ক, বিশ্বজিৎ দত্ত (বাবু) যুগ্ম সদস্য সচিব,শ্রীমতি পান্না পালা,দোলন দাশ,শেখর চৌধুরী, বাসুদেব রুদ্র,নন্দন শীল,নারায়ন মল্লিক, রনজিত দাশ,নয়ন দাশ,পিন্টু ধর,বীর মুক্তিযোদ্ধা ঝুন্টু দাশ,সাগর সুশীল,বিপ্লব ধর,সংগ্রাম চৌধুরী, পার্থ প্রতীম চৌধুরী, ডাঃনিপুন পাল,অপন পাল,আনন্দ দাশ,রিপন ভট্রাচার্য্য, মিঠুন সুশীল,বিশ্বজগৎ সুশীল (নিলয়),ওয়াশিংটন বিশ্বাস, বিশ্বজিৎ দেব,সুব্রত শীল,সুজিত সুত্রধর,নয়ন গুহ,নিদেন ধর,নান্টু নাথ সহ প্রমুখ। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages