একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
অাজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকার থেকে দিনব্যাপী ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালিত হয়। এ সময় জরিমানা হিসেবে আনুমানিক পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়।
পরিচালনায় নেতৃত্বদানকারী বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সরদার শাহাদাৎ আলী। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়।
এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওই সব যাত্রীদের আটক করে টিকেটের মূল্য ও জরিমানা বাবদ আনুমানিক পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে প্রণোবেশ সরকার (এটি.এস), খাইরুল কবির(এসিও-২),সুলতান আহম্মেদ (এসিও-১), ময়মনসিংহ স্টেশন মাস্টার জহিরুল ইসলাম, শওকত উজ্জামান শাহিন টিটিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনা টিকেটে রেল ভ্রমণে যাত্রীদের নিরুৎসাহিত করতে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment