বাঁশখালীতে মহিলার উপর সন্ত্রাসীদের হামলা ও টাকা লুট!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 September 2018

বাঁশখালীতে মহিলার উপর সন্ত্রাসীদের হামলা ও টাকা লুট!-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকায়  এক মহিলারকে স্থানীয় কয়েক জন সন্ত্রাসী হামলা ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে করে ।
রবিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধা ৬টায় বাঁশখালী উপজেলার চাম্বল বাজার- বাংলাবাজারের মধ্যেস্থানে বাদশার স্ত্রী রাশেদা বেগম (৪৫) এর বাড়ীতে এসে স্থানীয় সন্ত্রাসী নজরুল, তৈহিদ, বেলালও হেলাল  কথা কাটাকাটির একপর্যায়ে মহিলাকে এলোপাতাড়ি হামলা করে তাকে আঘাত করার পর হামলায় অাহত বাড়িতে থাকা ২০ হাজার টাকা ও কিছু মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায়।
অাহত রাশেদা বেগমের ননদ সাগেরা বেগম অাহত রাশেদা বেগমকে মুমুর্য অাবস্থায় বাঁশখালী হাসপাতালে ভর্তি করেন।
অাহত রাশেদা বেগমের মাথায় বড় ধরনের অাঘাত রয়েছ বলে জানান বাঁশখালী হাসপাতলের কমরত চিকিৎসক ডা: রেশমি দাশ।।”।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান অাহতের ভাই শহিদুল্লাহ। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages