একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে।
১৮৪১৪ জন প্রাপ্ত বয়স্ক নাগরিক রয়েছে, একই দিন স্মার্ট কার্ড বিতরণের পাশাপাশি প্রাপ্ত জনসাধারণের রক্তের গ্রুপ সনাক্ত করার জন্য ৫ দিন ব্যাপি "মেগা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প " আয়োজন করেন সেবা মূলক সংগটন ‘খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি’।
------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
স্থান: খুটাখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।
খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি উদ্যেগে উক্ত ‘মেগা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প’ এ দেশের অন্যান্য সামাজিক সংগঠন অংশগ্রহণ করবে।
এতে প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য খুটাখালীবাসী, অত্র সংগঠনের উপদেষ্টা, এডমিন, মডারেটর, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন: খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি। একুশে মিডিয়া। প্রেস বিজ্ঞপ্তি।
No comments:
Post a Comment