দোহারে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রান্সফার বিধ্বস্ত!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 5 September 2018

দোহারে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রান্সফার বিধ্বস্ত!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
দোহার উপজেলায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পল্লী বিদ্যুতের বিতরন লাইনের খুটিতে ধাক্কা দিলে খুটি ভেঙ্গে ৫০ কেভি ক্ষমতাসম্পন্ন দুইটি ট্রান্সফার বিকট শব্দে বিধ্বস্ত হয়।।”।

এ ঘটনায় দোহার থানা পুলিশ সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনটি গ্রামের প্রায় কয়েক হাজার পল্লী বিদ্যুতের গ্রাহকের বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছেন।।”।

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজের ফটকের সামনে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর ফ্যাক্টরী থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পল্লী বিদ্যুতের বিতরন লাইনের ট্রান্সফরমারসহ খুটির উপর ধাক্কা দিলে বিকট শব্দে ৫০ কেভি ক্ষমতাসম্পন্ন দুইটি ট্রান্সফরমার বিধ্বস্ত হয়ে খুটি ভেঙ্গে প্রায় বিশফুট দুরে অন্য বিতরন খুটির উপর হেলে পড়ে।এ ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নাই।।”।

সংবাদ পেয়ে পল্লী বিদ্যুতের দল ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।সিমেন্ট বোঝাই ট্রাকটি দোহার থানা পুলিশ জব্দ করেছে।অপরদিকে দোহার পল্লী বিদ্যুৎ দ্রুত ভাঙ্গা খুটি অপসারন ও বিধ্বস্ত ট্রন্সফরমার দুটি সরিয়ে নতুন ট্রান্সফরমার বসানোর চেষ্টা নিয়োজিত রয়েছেন।।”।

এ বিষয়ে দোহার পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো.খুরশিদ আলম জানান,এ ঘটনায় পল্লী বিদ্যুতের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখিন হয়েছেন।ক্ষতিপূরন আদায়ের লক্ষে পল্লী বিদ্যুৎ দোহার থানায় একটি এফ.আই.আর দায়ের করেছেন।দ্রুত ভাঙ্গা খুটি অপসারন ও বিধ্বস্ত ট্রন্সফরমার দুটি সরিয়ে নতুন ট্রান্সফরমার বসানোর চেষ্টা নিয়োজিত রয়েছেন কর্মিরা। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages