কি করে ভুলিবো তোমায় ‘গল্প’-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 25 September 2018

কি করে ভুলিবো তোমায় ‘গল্প’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: মোঃ ইব্রাহীম ফরায়েজী:

সজিব , রপালি কে অনেক ভালোবাসতো,
কিন্তু কখনো রুপালি সজিব কে ভালোবাসতো না।

তাই, সজিব একদিন রুপালির  কাছে গিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি।
তুমি কেন বুঝতে পারছো না

তুমি মন খারাপ করবে  বলে আমি তোমার পিছু পিছু কখনো হাটিনি দুর থেকে তোমাকে দেখার চেস্টা করছি ।
কিন্তু আজ আমি তোমাকে   অনুরোধ করছি আমার কথাগুলো শোনার জন্য।
কারন আমি আর তোমাকে না বলে থাকতে পারছিনা।
ঠিকমত খেতে পারছিনা, যেদিন থেকে তোমায় দেখেছি ঘুমোতে পারছিনা।

ঘুমোবার সময় তোমার কথা ভাবতে ভাবতে চোখে জল চলে আসে।
শুধু ভাবি তুমি কেন বুঝতে পারনা আমি তোমায় কতটা ভালোবাসি।
তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই?
রুপালি  কিছু না বলে চলে গেলো...

কয়েকদিন পর,
সজিবের  রুপালির সাথে আবার দেখা হলো সজিব বলল্লো , তোমাকে ছাড়া আমার নিঃসাস বন্ধ হয়ে আসছে।
তাই বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে।
রুপালি বলল, আমার সঙ্গে এইসব নাটক করা বাদ দাও।
সজিব বলল্লো ,আমার মুখের কথা মিথ্যে হতে পারে, কিন্তু এই চোখের জল মিথ্যে নয়।
আর নাটকের কথা বলছ তো, ঠিক আছে তোমাকে দুই বছর ধরে ভালোবেসে যাওয়া যদি নাটক হয়, তো এই নাটক আমি সারাজিবনের জন্য করে যাব।

তোমায় ভালোবাসি, তোমাকেই ভালোবাসব, আর একটা কথা আমার এই চোখের জল একদিন তোমাকেউ কাঁদাবে। আর সেদিন হইতো আমি আর থাকবনা।
একদিন রাত্রে,
রুপালি সজিবের  বন্ধুর মিরাজের কাছ থেকে ছেলেটির মোবাইল নম্বর নিয়ে ফোন করে বলল, আমি রুপালি  তুমি কি সজিব বলছো ।
সজিব হুম।
সজিব খুশি হয়ে বলল, তুমি আমাকে ফোন করেছ রুপালি  আমি খুব খুশি হয়েছি। বলো কেমন আছো।
রুপালি ভালো।

রুপালি বলল্লো তুমি আমাকে সত্যি ভালোবাসো?
সজিব  বলল্লো হ্যাঁ।
রুপালি বলল্লোতাহলে তুমি আমার একটা কথা রাখবে?
সজিব বলল্লো বলো কি কথা।
রুপালি বলল্লো তুমি আমাকে ভুলে যাও, আর আমি চাই তুমি কখনও আমায় দেখার চেষ্টা করবেনা।
কারন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আমি আর এইসবের মধ্যে জড়াতে চাইনা।
সজিব বলল্লো ঠিক আছে, তবে তোমাকে আমি আর একটি বার দেখতে চাই।
রুপালি বলল্লো বলো কখন।
কাল সকাল ৮টার সময় কলেজের বড় বটগাছটার কাছে।
রুপালি বলল্লো ঠিক আছে আমি আসবো।

পরের দিন...
রুপালি সেখানে গিয়ে দেখে, সজিব গলায় দড়ি দিয়েছে আর সেখানে একটা বড় কাগজে রক্ত দিয়ে লেখা আছে "আজ আমি ভীশন খুশি, কারন আমার প্রিয় মানুষটির দেওয়া কথা আমি রাখতে পেরেছি"।
আর সেখানে একটি ছোট্ট চিঠিও ছিলো,
যেটিতে লেখা ছিলো।

রুপালি।
কাল রাত্রে আমার ভীষন কষ্ট হচ্ছিল। শুধু তোমার কথা মনে পড়ছিল। তাই ভাবলাম শুধুমাত্র আমি মরে গেলেই তোমাকে ভুলে যাওয়া সম্ভব,
এছারা আর কি বা করবো আমি তো তোমাকে ভুলতে পারছি না আর কি করে ভুলবো ।আর এতটা ভালো বাসার "কি করে ভুলিবো তোমায়"  তাই তোমার সুখের জন্য আমি তোমাকে রেখে চলে গেলাম। পারলে শুধু একটিবার তোমার মুখ দিয়ে আমায় বলো।
বলো সজিব "তোমায় ভালো বাসি"।


লেখকের পরিচয়ঃ
মোঃ ইব্রাহীম ফরায়েজী
ডি ইউ এম এস,তৃতীয় বর্ষ,ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজ,ভোলা
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
বিডিএমপি-মানব কল্যাণ ফাউন্ডেশন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages