রাশিফল: আজ সোমবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 23 September 2018

রাশিফল: আজ সোমবার দিনটি যেমন কাটবে আপনার?-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)



আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি তুলা রাশির জাতক-জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। ২৪ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর শুক্র প্রভাব প্রবল।(((একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪।”
আপনার শুভ বর্ণ: সবুজ ও সাদা।”
শুভ গ্রহ ও বার: শুক্র।”
শুভ রত্ন: হীরা।”
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কুম্ভ রাশিতে, সন্ধা: ৬:১৪ থেকে মীন রাশিতে অবস্থান করবে। ১৪শী সকাল: ৭:০৩ পর্যন্ত, পরে পূর্ণিমা তিথি চলবে।(((একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের বেতন ও বকেয়া বিল লাভের যোগ প্রবল। ঠিকাদারী ও কন্ট্রাক্টরি ব্যবসায় ভালো অগ্রগতি আশা করতে পারেন। বন্ধু বা কোনো ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। সন্ধার পর বন্ধুদের জন্য অর্থ ব্যয়ের যোগ প্রবল।(((একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে কোনো প্রতিযোগিতামূলক কাজে সফল হতে পারেন। প্রভাবশালী কোনো কর্মকর্তা বা নেতার আনুকূল্য লাভের সুযোগ আসতে পারে। সন্ধার পর ব্যবসা-বাণিজ্যে কিছু বেচা-কেনার আশা করতে পারেন। বন্ধুর সাহায্য পেয়ে যাবেন।(((একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বেকারদের ভাগ্য উদয়ের সম্ভাবনা প্রবল। ধর্মীয় কোন কাজে অংশ নিতে পারেন। উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যোগ রয়েছে। সন্ধার পর থেকে সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভের সম্ভাবনা।(((একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ ঋণদান বা ঋণগ্রহণ করতে হতে পারে। কোন পরিচিত শুভাকাঙ্খির মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। ইন্সুরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল। মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। সন্ধার পর ভাগ্য সহায় হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেয়ে যাবেন।(((একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): আজ সিংহর জাতক-জাতিকারা সকল প্রকার অংশীদারি কাজে সফল হবেন। জীবন সাথীর সাহায্য লাভের যোগ প্রবল। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ অর্থলাভের যোগ রয়েছে। মামলা মোকর্দ্দমায় বিজয়ী হতে পারবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। সন্ধার পর রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। পুলিশি হয়রানির আশঙ্কা প্রবল।(((একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মী বা কোনো অধীনস্ত কর্মচারীর কারণে বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আজ রিপুকে দমন করতে হবে। হঠাৎ করে অসৎ সঙ্গে পড়ে যেতে পারেন। বিকালের পর সময় শুভ। ব্যবসায়ীক অগ্রগতি আশা করা যায়। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন।(((একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর -২১ অক্টোবর): তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম ও রোমান্সে অগ্রগতি আশা করতে পারেন। বিদ্যার্থীরা পরীক্ষায় সফল হতে পারবেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে। লেখক সাহিত্যিক ও সম্পাদকদের দিনটি বলবান থাকবে। সন্ধার পর কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। রাগ ও জেদ পরিহার করতে হবে।(((একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। মনের কোনো লালিত স্বপ্ন পূরণ হতে পারে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। কোনো আত্মীয় সাহায্য লাভের যোগ বলবান। ভাড়াটিয়াদের নতুন গৃহের সন্ধান লাভের যোগ রয়েছে। সন্ধার পর প্রেমে অগ্রগতি হবে। সন্তানের সাথে বাহিরে খেতে যেতে পারেন।(((একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস কর্মীদের কর্ম পরিবর্তনের যোগ প্রবল। ছোট ভাই- বোনের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে। সন্ধার পর কোনো পারিবারিক বিষয়ে আলোচনা করতে পারেন। জমি সংক্রান্ত আলোচনা শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকার দিনটি ধন প্রাপ্তির। বকেয়া অর্থ ফেরত পেতে জোড় তাগাদা দিন। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বিক্রয় বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পাবেন। সন্ধার পর স্বর্ণালঙ্কার ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো রোজগার করতে পারবেন। গৃহে ছোট ভাই- বোনের আগমনের যোগ।(((একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। বৈদেশিক কাজের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন। জীবন সাথীর সাহায্য পাওয়ার যোগ রয়েছে। মানসিক শান্তি ফিরে পাবেন। সন্ধার পর বকেয়া অর্থ লাভের যোগ রয়েছে। কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। সঞ্চয়ের সুযোগ পেতে পারেন।(((একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। প্রবাসীরা কোনো নতুন কাজে যোগদান করতে যাচ্ছেন। আয়কর ও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে কিছু ঝামেলা দেখা দেবে। কোনো আত্মীয়ের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। সন্ধার পর সময় ভালো হয়ে উঠবে। অসমাপ্ত কাজে অগ্রগতি হবে। মানসিক শক্তি ফিরে পাবেন।(((একুশে মিডিয়া)))

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages