একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
‘বিকল্প নোবেল প্রাইজ’ পেলেন তিন কারাদণ্ডপ্রাপ্ত সৌদি মানবাধিকারকর্মী। তারা হলেন আবদুল্লাহ আল-হামিদ, মোহাম্মদ ফাহাদ আল-কাহতানি এবং ওয়ালিদ আবু আল-খাইর।
তারা যৌথভাবে এক লাখ ১৩ হাজার ৪০০ ডলার অর্থ পুরস্কার হিসেবে পাবে বলে জানিয়েছে আল জাজিরা।
জুরি সদস্যরা বলেন, বিশ্ব মানবাধিকার এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় মোকাবেলা করেছেন এই তিন পুরস্কার বিজয়ী। বহুত্ববাদী ও গণতান্ত্রিক সমাজ গড়তে সংগ্রাম করায় তাদেরকে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এমনকি তারা এখনও কারাগারেই আছেন।
স্বদেশের ইতিবাচক ভবিষ্যৎ গঠনে এই তিন জনের চিন্তা-ভাবনা ও প্রচেষ্টা সৌদি আরব এবং উপসাগরী অঞ্চলের অনেক মানুষের প্রেরণার উৎস বলেও উল্লেখ করেন জুরি সদস্যরা।
আল-কাহতানি এবং আল-হামিদ ‘সৌদি অ্যাসোসিয়েশন ফর সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ গড়ে তুলেছেন। সিএনএন’র মতে, বিদেশি গণমাধ্যমের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করা এবং লাইসেন্স ছাড়া মানবাধিকার সংগঠন গড়ে তোলা এবং পরিচালনার জন্য তাদেরকে ১০ ও ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
আইনজীবী আবু আল-খাইরকে ২০১৪ সালে রাষ্ট্র পুনর্গঠনের দাবিতে কয়েকজনের সঙ্গে একটি বিবৃতিতে সই করায় গ্রেপ্তার করা হয়। পরে রাজাকে অমান্য এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রের সুনাম নষ্ট করার দায়ে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
উল্লেখ্য, মানবাধিকার বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য সুইডেনের ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন’ ১৯৮০ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। নোবেল পুরস্কারে না পাওয়ার অবহেলায় জার্মান-সুইডিশ জ্যাকব ভন উয়েক্সকাল এই পুরস্কারের প্রবর্তন করেন।
No comments:
Post a Comment