![]() |
ফাইল ফটো। |
একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার নবাবগঞ্জে সেরুতাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বান্দুরা ইউনিয়নের মৃর্ধাকান্দা গ্রামের নিজ বসত ঘর থেকে সেরুতাজ বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় প্রবাসী আবুল হোসেনের স্ত্রী।।”।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেরুতাজ বেগমের স্বামী প্রবাসে এবং দুই ছেলে মেয়ে পড়াশুনার জন্য ঢাকা থাকেন৷ সেরুতাজ বেগম বাসায় একাই থাকতেন। বুধবার দুপুরে প্রতিবেশিরা দেখতে পান সেরুতাজ বেগম বিচানায় মৃত অবস্থায় পরে রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে মৃতের মোবাইল ফোন খোয়া গেছে বলে জানা যায়।।”।
এসআই রহুল আমিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আগামীকাল ময়না তদন্তের ঢাকা পাঠানো হবে। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর রহস্য। একুশে মিডিয়া।”।
No comments:
Post a Comment