গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ০৬ জুয়ারু আটক-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 21 September 2018

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ০৬ জুয়ারু আটক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
বৃহস্পতিবার দিবাগত রাত্রি ৩টার দিকে  গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলার ফুলছড়ি থানাধীন মদনের পাড়া এলাকা হতে এলাকা হতে অভিযান চালিয়ে জুয়ারু ১।হামিদ মিয়া (৩৮) পিতাঃমৃত: সাহেব ২। ফুল মিয়া (৫০) পিতা: মৃত ফয়েজ উদ্দিন ৩।ওয়াহেদ (৫০) পিতাঃ মৃতঃঅতিউল্লাহ ৪।রহিদুল(৪৭) পিতাঃরহমত আলী সর্ব সাং মদনেরপাড়া থানাঃ ফুলছড়ি এবং রাত্রী সাড়ে তিনটার  সময় সদর থানাধীন ঘাগোয়া এলাকা হতে এলাকা হইতে অভিযান চালিয়ে জুয়ারু ৫। শিমুল পারভেজ (২৬) পিতাঃ মৃত: নাদের হোসেন ৬।পলাশ মিয়া (২৫) পিতা মনজিল হোসেন উভয় সাং ঘাগোয়া থানাঃসদর জেলাঃ গাইবান্ধা কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।।”।
এরপর আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এমএম আশিক রেজা ৬ জুয়ারুকে অর্থদন্ড প্রদান করেন। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages