নড়াইলে পুত্রবধুর ইজ্জত বাঁচাতে গিয়ে খুন শ্বাশুড়ী, মামলা দায়ের!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 31 October 2018

নড়াইলে পুত্রবধুর ইজ্জত বাঁচাতে গিয়ে খুন শ্বাশুড়ী, মামলা দায়ের!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ-বুধবার (৩১,অক্টোবর) ২৭৪: নড়াইলে পুত্রবধুর ইজ্জত বাঁচানোর চেষ্টার কারণে শ্বাশুড়ী আঙ্গুরী বেগম (৫৫)খুন হয়ে থাকতে পারেন । পুলিশও প্রাথমিক ভাবে এ ধারনা করছেন । চাচুড়ী ইউপির চাপুলিয়া গ্রামের ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা নিহতের পুত্রবধু তানজিলা বেগম (২০) নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। জ্ঞান ফেরার পর পুলিশের কাছে দেয়া জবানবন্দির সুত্র ধরেই হত্যাকান্ডের সঙ্গে জড়িত খুনিদের পুলিশ শনাক্ত করতে মাঠে নেমেছেন। ঘটনাটিতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পুলিশ জানায়, ওই গ্রামের সবুর খান তার স্ত্রী আঙ্গুরী বেগম ও পুত্রবধু তানজিলাকে বাড়িতে রেখে বাজার করতে পার্শ্ববর্তী বারইপাড়া বাজারে যান। সকাল ৯ টার দিকে বাজার থেকে ফিরে তিনি প্রথমে পুত্রবধু তানজিলাকে বসতঘরের বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে ছুটে যান। পরক্ষনেই অন্য ঘরের মেঝেতে তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারসহ অজ্ঞান অবস্থায় পড়ে থাকা তানজিলাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
     চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তানজিলা জ্ঞান ফিরে পেলে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে সে বলেন, ওইদিন সকাল ৮ টার দিকে কয়েকজন অপরিচিত  লোক ওই বাড়িতে গিয়ে তার শ্বশুর ও স্বামী বাড়িতে আছে কিনা জানতে চায়। বাড়িতে কোন পুরুষ মানুষ নেই বলে তাদেরকে জানানোর পর আগন্তুকরা তাকে নলকুপ মেরামতের যন্ত্রপাতি দিতে বলে। তানজিলা নলকুপ মেরামতের যন্ত্রপাতির ব্যাগ এগিয়ে দিতে গেলে আগন্তুকরা তাকে ও তার শ্বাশুড়ীকে ধরে বাড়ির একটি ঘরের মধ্যে নিয়ে যায়।পরে তানজিলাকে অন্য ঘরে নিয়ে  হাত-পা বেধে ধর্ষণের চেষ্টা কালে জ্ঞান হারিয়ে ফেলে বলে পুলিশকে  সে জানায় । এছাড়া পুলিশের একাধিক সুত্র জানান, পুত্রবধুর ইজ্জত বাঁচানোর চেষ্টা করার কারণেই হয়তো শ্বাশুড়ী নরপশুদের হাতে খুন হয়েছেন। ওই ঘটনায় অজ্ঞাত নামাদের আসামী করে নিহতের স্বামী সবুর খান বাদি হয়ে ওইদিন রাতেই কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 
     কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ শমশের আলী, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, মঙ্গলবার রাতে ‘নিহতের পুত্রবধু তানজিলার দেয়া জবানবন্দির সুত্র ধরে খুনিদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ বুধবার তানজিলার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে গত ২৪ ঘন্টায়ও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages