কুমিল্লা চৌদ্দগ্রামের ২৪ দূর্ঘাপূজা মন্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 14 October 2018

কুমিল্লা চৌদ্দগ্রামের ২৪ দূর্ঘাপূজা মন্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ-একুশে মিডিয়া

 

একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ২৪ পূজা মন্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আমেজ। পূজাকে কেন্দ্র করে হিন্দু যুবক-যুবতীসহ সব বয়সের মানুষ নানা রঙের পোষাক ও কসমেটিকস্ কেনাকাটাও করছে। এক কথায়- পূজা মন্ডপগুলোতে চলছে সাজ সাজ অবস্থা। পূজা মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক টিম কাজ করছে। জানা গেছে, উপজেলার ২৪ মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। মন্ডপগুলো হলো, কাশিনগর ইউনিয়নের নিলক্ষী বিষ্ণপুর, উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম সেন বাড়ি, বলহরা লোকনাথ মন্দির, কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের চৌধুরী বাড়ি, পাল বাড়ি, শীল বাড়ি, হাজারী বাড়ি, শুভপুর ইউনিয়নের পাইকপাড়া কালি মন্দির, ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি বাজার, নারায়ণপুর ঠাকুর বাড়ি, পাল বাড়ি, উজানমুড়ি কালি বাড়ি, চৌদ্দগ্রাম পৌরসভার চৌদ্দগ্রাম বাজার, চাঁন্দিশকরা নাথ বাড়ি, চাঁন্দিশকরা দাশ বাড়ি, মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা নাথ বাড়ি, বাতিসা ইউনিয়নের বাতিসা নকুল শীলের বাড়ি, কুলিয়ারা ঠাকুর বাড়ি, গুণবতী ইউনিয়নের শুরিকরা গ্রামের উকিল বাড়ি, পাল বাড়ি, জগন্নাথদীঘি ইউনিয়নের শাটিষক মহাজন বাড়ি, বরদৈন কর্মকার বাড়ি, আলকরা ইউনিয়নের পোটকরা সনাতন সংঘ ও পোটকরা সার্বজনীন পূজা মন্ডপ। এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী জানান, ‘প্রশাসনের সহায়তায় আগের চেয়েও শান্তিপূর্ণভাবে পূজার কার্যক্রম চলছে’।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages