![]() |
একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বয়লার বিস্ফোরণে শারমীন আক্তার (১৬) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ২৩ অক্টোবর সকালে উপজেলার পশ্চিম পাড়ায় আলী হোসেন নামে এক ব্যক্তির চাতালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
নিহত শারমীন সাদুল্যাপুরের জয়েনপুর আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। তার বাবার নাম শফিকুল ইসলাম।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চাতাল শ্রমিকদের নাম ফুলমিয়া (৫০) ও উজ্জল (২৪)। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বয়লার বিস্ফোরণে চাতালের প্রাচীর ভেঙ্গে গেছে। এ ছাড়া আশেপাশের কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, বয়লারে অনভিজ্ঞ শ্রমিকরা কাজ করেন। এ কারণেই চাতালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সকালে পশ্চিম পাড়ায় আলী হোসেনের চাতালে বিস্ফোরণে এক ছাত্রী নিহত হয়েছে। দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment