![]() |
একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী নৈশকোচে তল্লাশি করে অভিনব পন্থায় শুটমরিচের বস্তায় বহনকালে ২'শ বোতল ফেনসিডিলসহ মোখলেছুর রহমান(৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়,উত্তরাঞ্চলের আটোয়ারি উপজেলা থেকে তাজ পরিবহনের একটি নৈশকোচ (ঢাকা মেট্টো-ব-১৪-৩৮৪৪) ঢাকার উদ্দেশ্যে পলাশবাড়ী অভিমুখে ছেড়ে আসে।
এদিকে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নির্দেশে থানা অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সির নেতৃত্বে এসআই নজরুল,হামিদুল,আজিজার,হাসিফ, এএসআই জাকিরুল ও এনামুলসহ সঙ্গীয় কনস্টেবল কোচটিকে সদরের চৌমাথা মোড়ে আটক করে।
এসময় তল্লাশী করে শুটমরিচের বস্তার মধ্য হতে ৪টি পৃথক পোটলায় ২'শ বোতল ফেনসিডিলসহ পাচারকারীকে হাতে-নাতে আটক করে। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment