হে নারী জাগো-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 22 October 2018

হে নারী জাগো-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: রিনা রহমান:

জাগো হে নারী
জেগে উঠো---
আপন আত্মমহিমায়
তোমার ভেতরের
সত্তাকে জাগাও
অনুতাপ নয় কান্নাও নয়
অন্যায়ের বিরুদ্ধে রুখে 
দাড়াও।
বিদ্রোহ করো হে নারী___
অন্যায় কারীর বিরুদ্ধে।
সোচ্চার হও,
পাহাড়ের মতো অটল হও।
বয়কট করো;
হোক সে সন্তান, স্বামী, বাবা
কিংবা প্রেমিক।
মিছিল করে নয়,
আপন গৃহ হতে শুরু।
অন্যায়ের।প্রতিবাদ,
হে নারী,
অবনত করোনা শির;
মাথা উচু করে
দাড়াও শক্ত মাটির।
আপন ক্ষমতা দিয়ে
ছিনিয়ে নাও 
নারী অধিকার।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages