যেদিন মানুষের দেহে 'হ্রদয়' নামক যন্ত্রটি স্তাপিত হয়-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 16 October 2018

যেদিন মানুষের দেহে 'হ্রদয়' নামক যন্ত্রটি স্তাপিত হয়-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক: রিমা রহমান:
যেদিন মানুষের দেহে 'হ্রদয়' নামক যন্ত্রটি স্তাপিত হয় এবংহ্রদয়ের সাথে মনের যোগ সুত্র নিশ্চিত।হয় সেদিন থেকেই এক আশ্চর্য সুন্দর কষ্টানূভূতি তাকে কুরে কুরে খাচ্ছে। এই অনুভূতিরই তীব্র দহনে সে।ভালবাসতে চেয়েছে, এবং ভালবাসা পেতে চেয়েছে।এবং ভালবাসার শোনিত ধারাবেয়ে এগিয়েছে প্রেমের পথে। চাওয়ার তীব্রতায় প্রেম রাজষিক দর্পে এসে অভিষিক্ত করেছে তাকে।।
জীবন নামক বইয়ের পাতায় প্রেমের খন্ডটি একেবারে ছোট নয়।
তাই প্রেম ব্যর্থ হলে বই এর বাদ বাকি পাতা বিবর্ন মলিন।হয়ে যেতে পারে, ছুয়ে যেতে পারে সময় একটি জীবন ও কালকে।
বেশ অনেক বছর আগে, মেরিলিন মনরোর বাইশ বছর পুর্তি হলো যেদিন টেলিপ্রিন্টারে ছড়িয়ে পড়লো একটি খবর, পৃথিবীর আনাচে কানাচে বাইশ বছর, গুনে গুনে বাইশটি বছর ধরে প্রতিদিন দুটি করে তাজা গোলাপ রেখে আসছেন।মনরোর সমাধিতে এক বৃদ্ধ ভদ্রলোক। 
কোন দূরন্ত বাসনার টানে এই ভদ্রলোক দুটি তাজা গোলাপ হাতে ধরে হাতড়ে ফিরছেন স্মৃতি।?
(চলবে)

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages