আটোয়ারীতে রেল ক্রসিং অরক্ষিত, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল মটর সাইকেল আরোহী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 26 October 2018

আটোয়ারীতে রেল ক্রসিং অরক্ষিত, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল মটর সাইকেল আরোহী-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, নিতিশ চন্দ্র বর্মন (নিরব) আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ডেম্যু ট্রেন কিসমত ষ্টেশন পার হলে বোদা-আটোয়ারী পাকা সড়কের রেল ক্রসিং (কিসমত রেলঘুমটি) অতিক্রম করার সময় বোদা হতে আটোয়ারী অভিমুখে আসার সময় আইয়ুবুল নামের এক মটর সাইকেল আরোহী চলন্ত ট্রেনের পিছনের বগিতে ধাক্কা লাগে রাস্তায় লুটে পড়ে।
তাৎক্ষনিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে বোদা হাসপাতালে পাঠায় বলে সুত্র জানায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বোদা-আটোয়ারী সড়কের রেল ক্রসিংয়ে (কিসমত রেলঘুমটি) কোন গেটম্যান না থাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে মটর সাইকেল আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তার ব্যবহৃত মটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
এদিকে রেল কর্তৃপক্ষের উদ্সীনতায় ওই রেল ক্রসিং এলাকায় দীর্ঘ দিন হতে গেটম্যান না থাকায় প্রায় সময় এধরণের ছোটখাটো দূর্ঘটনা ঘটে থাকে।
যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে মর্মে এলাকাবাসী সহ পথচারীদের দাবীতে বিভিন্ন পত্র পত্রিকায় এসংক্রান্ত খবর প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরিপোর্ট লেখা পর্যন্ত নীরব দর্শকের ভুমিকা পালন করে আসছে।
জরুরী ভিত্তিত্বে বোদা-আটোয়ারী সড়কের অরক্ষিত রেল ক্রসিংয়ে (কিসমত রেলঘুমটি) গেটম্যান নিয়োগের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages