একুশে মিডিয়া, গোলাম রাব্বী, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ১০১১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ জলিল মন্ডল (৫৫) কে গ্রেফতার করেছে ৱ্যাব । বুধবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার শেখপাড়া বেলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জলিল মন্ডল ভানাইকুশিলিয়া (শেখপাড়া) গ্রামের মৃত হোসেন আলী মন্ডলের ছেলে।
জয়পুরহাট ৱ্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের জানান, জয়পুরহাট ৱ্যাব এৱ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শেখপাড়া বেলতলী এলাকা থেকে জয়পুরহাট জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী জলিলকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রস্ত্ততি চলছে। তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে বলেও জানান তিনি। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment