দোহারে স্কুলব্যাগে ইলিশ, তিন নারীসহ ১০ জনকে কারাদন্ড-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 16 October 2018

দোহারে স্কুলব্যাগে ইলিশ, তিন নারীসহ ১০ জনকে কারাদন্ড-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার দোহারের পদ্মা নদী দিয়ে মা ইলিশ পাচার করার সময় ১০ জনকে আটক করে তাদের কারাদন্ড  প্রদাণ করেছে ভ্রাম্যমান আদালত। স্কুলব্যাগে করে অভিনব কায়দায় ইলিশ পাচার করছিল তারা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন জানান, সোমবার বিকেলে নারিশা পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। ফরিদপুরের সদরপুর থেকে ট্রলারযোগে কাদের মোল্লা,সবুর, মায়া, রশিদা, জব্বার, তমিজ, আওলাদ, আলম, বাসার ও হালিমা বেগম বেগম স্কুল ব্যাগে করে ইলিশ নিয়ে মৈনট যাবার সময় তিনজন নারীসহ দশজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অন্তত ১৮০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫ হাজার মিটার কারেন্ট জাল। আটককৃদের মধ্যে পাঁচজনকে কারাদন্ড ও পাঁচজনকে অর্থদন্ড দেয়া হয়। উদ্ধারকৃত মাছ এতিমখানায় দান করা হয়। অভিযানে সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages