ভোলায় ৩০ জেলে আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমান-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 19 October 2018

ভোলায় ৩০ জেলে আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমান-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় মা ইলিশ রক্ষায় ৩০ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্য রাত থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে বিভিন্ন মেয়াদে জেলা ও জরিমানা প্রদান করেন স্ব-স্ব উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। এ সময় আটককৃতদের কাছ থেকে কারেন্ট জাল ও মা ইলিশ উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেলা প্রশাসন। মৎস্য অধিদপ্তর, কোষ্টগার্ড, নৌ-পুলিশ, পুলিশের যৌথ অভিযানে প্রতিদিনই ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কোষ্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইসের ৩টি অপারেশন দল ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ইলিশা ঘাট, তুলাতুলি, ভেদুরিয়া, ভেলুমিয়া, হাজিরহাট এবং এর আশ-পাশের এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ১২ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃত ১৪ জেলেকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে উদ্ধারকৃত কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং মা ইলিশ গরীব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা সদর উপজেলার মৎস্য অভিযানে ভ্রাম্যমান আদালতের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার কামাল হোমেন সন্ধ্যার পর দৈনিক ভোলার বাণীকে জানান, প্রতিদিনই ২/৩টি দল মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে। আজ (শুক্রবার) ১৪ জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও তাদের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
এছাড়াও কোষ্টগার্ডের বিসিজি আউটপোস্ট লালমোহন প্রথক অভিযান পরিচালনা করে ১১ জন জেলেকে নদীতে মাছ ধরা অবস্থায় আটক করে। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের নিকট হস্তান্তর করা হলে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোষ্টগার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার বিএন নুরুজ্জামান শেখ।
অপরদিকে বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষার অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযানে উপজেলা তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন জাকির (৩৯), মাহবুব (৪৫) সবুজ (৩০), জসিম (৩৩) ও বাচ্চু সরদার (২৪)।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুস সালেহীন জানান, বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে একটি দল বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ ধরার অপরাধে জাকির, মাহবুব, সবুজ, জসিম ও বাচ্চু সরদারকে আটক করা হয়। এরপর শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আ: কুদদূস ভ্রাম্যমান আদালত বসিয়ে জাকির ও মাহবুবকে ২ বছর এবং সবুজ জসিম ও বাচ্চু সরদারকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages