![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
গত ২০ ও ২১ শে অক্টোবর চট্টগ্রামের বাঁশখালীতে 'ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন' এর উদ্যোগে 'সন্ত্রাস জঙ্গীবাদ, মাদকও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ' শীর্ষক প্রচারাভিযান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বর্তমান শিক্ষার্থী। তারা হলেন আমানুল ইসলাম, আনিকা শারমিলা এবং জান্নাতুল আদন শিমু। তারা বাঁশখালীর বি বি চৌধুরী উচ্চ বিদ্যালয়, চাম্বল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে এ প্রচারাভিযান পরিচালনা করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষজন অংশগ্রহণ করেন। এলাকাবাসী এই প্রচারাভিযানটির প্রশংসা করেন।
বি বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রচারাভিযানকালে উপস্থিত অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মহরম আলী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগটি খুবই প্রশংসনীয় এবং শিক্ষার্থীদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। এভাবে প্রচারাভিযান চালিয়ে গেলে সমাজ একদিন পরিবর্তন হবেই।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান তাদের সমাজ পরিবর্তনে সচেতনতামূলক প্রচারাভিযানে সারাদেশকে যুক্ত করতেই নিজ নিজ এলাকায় এই প্রচারাভিযান। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ কিংবা আরো নানারকম সামাজিক সমস্যাগুলোর নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রান্তিক অঞ্চলের অধিকাংশ মানুষের জ্ঞান না থাকায় তারা এগুলোর সাথে জড়িয়ে পড়ে। তাই, তাদের যদি এসবের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে সঠিক তথ্য দেওয়া যায় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা যায়, তাহলে সমাজের সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং প্রচারাভিযান পরিচালনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা "সমাজ একদিন পরিবর্তন হবেই" এই আশাবাদ ব্যক্ত করেন।
No comments:
Post a Comment