একুশে মিডিয়া, রিপোর্ট:
একুশে মিডিয়া, ভোলা'র বোরহানউদ্দিন উপজেলা রিপোর্টার, (সাংবাদিক হাসনাইন হাওলাদারের) ভগ্নীপতি মো.জুয়েল হাওলাদারের নার্ভের অপারেশন আজ দুপুর ১:৩০ মিনিটে শুুরু হয়ে বিকাল ৩:৩০ মিনিটে রাজধানী ঢাকা শ্যামলী'র ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজড অর্থোপেডিক হসপিটালে সম্পূর্ণ হয়েছে।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা'র (অর্থোপেডিক বিভাগ)'র সহকারী অধ্যাপক ডাঃ মোঃ হাসান তার অপারেশন সম্পন্ন করেন।
ডাঃ বলেন,রোগী এখন সম্পন্ন সুস্থ আছেন,তবে জ্ঞান ফিরতে একটু সময় লাগবে, তাকে ঘুমের ও ব্যাথানাশক ঔষধ দেওয়া হয়েছে।
ঢাকা ট্রমা সেন্টার এন্ড স্পেশালাইজড অর্থোপেডিক হসপিটালে'র ৩য় তলার (৩০২) নং কেবিনে'র ৫ নং ব্যাডে রোগী ভর্তি আছেন।
রোগী: মো. জুয়েল হাওলাদার (ওটি) তে যাওয়ার আগেই সঠিক অপারেশন ও দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
No comments:
Post a Comment