গতকাল রাত ৮ থেকে বাড়ি দুটি ঘেরাও করে অভিযান পরিচালনা শুরু করেন কাউন্টার টেরিজম ইউনিট ও পুলিশ সদর দফতর।সব ধরনের প্রস্তুতি শেষের পথে।আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,এম্বুলেন্সসহ সোয়াত টিম অভিযানের পৌচেছে।নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে তা হলো মাধবদীর গাংপাড় এলাকার একটি বাড়ির ৭ম তলা ও সেখেরচর ভগীরথপুরের ৫ম তলা একটি বাড়ি।এখানে নারী ও পুরুষ জঙ্গি রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।গতকাল রাতে সিসিটিসির অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুল মান্নান জানিয়েছিলেন,জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে। রাত পোহালেই অভিযান পরিচালনা করা হবে
আজ মঙ্গলবার সকাল থেকে ঘিরে রাখা বাড়ি দুটির আশপাশের এলাকায় মাইকিং করে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে।কিছুক্ষনের মধ্যেই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে বলে জানা যায়।
আজ মঙ্গলবার সকাল থেকে ঘিরে রাখা বাড়ি দুটির আশপাশের এলাকায় মাইকিং করে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে।কিছুক্ষনের মধ্যেই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে বলে জানা যায়।
No comments:
Post a Comment