রাজধানীর আদাবরের শেখেরটেকে একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে দশটার দিকে শেখেরটেকের ৬ নম্বর সড়কের হাট্টার মোড়ে টিনশেড বস্তিতে আগুন লাগে। বস্তিটিতে দুই শতাধিক ঘর ছিল যার অধিকাংশ পুড়ে গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান একুশে মিডিয়াকে বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।
No comments:
Post a Comment