ভোলায় পৃথিবীর অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ উদ্ধার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 31 October 2018

ভোলায় পৃথিবীর অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ উদ্ধার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা:
ভোলা সদর উপজেলা ইলিশা মেঘনা নদীর পার থেকে বিষধর সাপ 'রাসেল ভাইপার' নামে একটি সাপ উদ্ধার করেছেন বন বিভাগ কর্মকর্তাগন। আজ বুধবার বিকেলে উপজেলার  ইলিশা ফেরিঘাট এলাকায় একটি লাকড়ি দোকান থেকে সাড়ে ৩ ফুট লম্বা  ভয়ংকর এই সাপটি উদ্ধার করা হয়। বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ কামরুল ইসলাম জানান,  দুপুরে স্থানীয়রা একটি লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সাপটিকে উপকূলীয় সংরক্ষতি বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণী গবেষক ও সরীসৃপ বিশেষজ্ঞ সমীর সাহা জানান, অনেকটা অজগরের মতো দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ বা চন্দ্রবোড়া সাপ। এ সাপটি খুব বিষাক্ত।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages