![]() |
একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার অভিযান পরিচালনা করে তিন মাদক ও ৫ জুয়াড়িসহ আটজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মাদক ব্যবসায়ী শ্রাবন আহম্মেদ, আশরাফুল ও সুজন মিয়া এবং জুয়াড়িরা হলো সোহাগ, বিল্লাল, ইউসুফ আলী, রফিকুল ইসলাম ও নাজিম উদ্দিন। গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় ৩৫ পিচ ইয়াবা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার ডিবি পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় শহরের কালিবাড়ি এলাকা থেকে চিহিৃত মাদক (ইয়াবা) ব্যবসায়ী শ্রাবন আহম্মেদকে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায়ী আশরাফুল ও সুজন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে ডিবি পুলিশের পৃথক আরেকটি দল চোরখাই মুসারবাড়ি মোড় নামকস্থানের বালুর মাঠে অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সোহাগ, বিল্লাল, ইউসুফ আলী, রফিকুল ইসলাম ও নাজিম উদ্দিন। ডিবি পুলিশের ওস শাহ কামাল আকন্দের নেতৃত্বে ও নির্দেশনায় এসআই আনোয়ার হোসেন, মোবারক হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলামসহ অন্যান্যরা এ অভিযান পরিচালনা করেন।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ মাদক, জুয়া, সন্ত্রাস দমনসহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বুধবার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের গ্রেফতার করা হয়। জুয়া ও মাদক নিয়ে ডিবি পুলিশ জিরো ট্রলারেন্স নীতিতে মাঠে কাজ করছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ জন্য তিনি জেলাবাসীর সহযোগীতা কামনা করেছেন।
No comments:
Post a Comment