একুশে মিডিয়া, উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
আজ-(২৩,অক্টোবর){২৭৪}: নড়াইলে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কমিটি গঠিত হয়েছে। (২৩ অক্টোবর) সকালে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের নড়াইল জেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রীতিশ বিশ্বাসকে সাধারণ সম্পাদক, সুক কুন্ডুকে কোষাধ্যক্ষ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে প্রচার সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
এ সময় নতুন কমিটির সভাপতি দীলিপ কুমার অধিকারী এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কার্যক্রম সারা বাংলাদেশব্যাপি চলমান। এ মিশনের কার্যক্রম নড়াইল জেলায় আরও বেগবান করার জন্য নতুন কমিটি অনেক সহায়ক হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক বুলু দাস, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। শেষে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মতুয়া ভক্তরা দীলিপ কুমার অধিকারীকে সভাপতি।
No comments:
Post a Comment