একুশে মিডিয়া, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের
ভর্তি পরীক্ষার আবেদন গতকাল রাত ১২ টায় শেষ হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের
বিপরীতে ২১ জন ভর্তিচ্ছু ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন বলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।
এ বছর ৩৩ টি বিভাগে ২ হাজার ২৭৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে
৪৮ হাজার ৭১৯টি। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২১ জন ভর্তিচ্ছু। তবে অন্যান্য
বছরের তুলনায় এবছর আবেদন সংখ্যা অনেকটা কমে গেছে।তবে কর্তৃপক্ষের দাবি, এবছর ভর্তি
পরীক্ষা ৮ টি ইউনিটের পরিবর্তে ইউনিট কমিয়ে ৪ টি করায় আবেদন ফরমের সংখ্যা কমে গেছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের
২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ গত
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গতকাল ১২ অক্টোবর শেষ হয়। ‘এ’ ইউনিটের (থিওলজিএন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে
১৯৯৬ জন; ‘বি’ ইউনিটে (মানবিক ও সমাজ বিজ্ঞান
এবং আইন ও শরিয়াহ অনুষদ) ১০৩৫টি আসনের বিপরীতে ২১,২০৮ জন; ‘সি’ইউনিট (ব্যবসায়
প্রশাসন অনুষদ) ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে যথাক্রমে ৭১৪৭ জন শিক্ষার্থী। অন্যদিক
‘ডি’ ইউনিটে (ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি
অনুষদ) ৫৫০ আসনের বিপরীতে ১৮,৩৬৮জন, ‘শিক্ষার্থী
আবেদন করেছে। উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৪৩ এবং২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রতি আসনে
৩৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment