মানসন্মত শিক্ষা ও মিড দ্যা মিল চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষার ভিত আরো মজবুত হচ্ছে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 14 October 2018

মানসন্মত শিক্ষা ও মিড দ্যা মিল চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষার ভিত আরো মজবুত হচ্ছে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসন বলেছেন মানসন্মত প্রাথমিক শিক্ষা ও মিড দ্যা মিল বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার ভিত আরো মজবুত হচ্ছে। তিনি আরো বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে বর্তমান সরকার শিক্ষাকে বেশী গুরুত্ব দিয়েছে। যাতে আগামী প্রজন্ম দক্ষ, কর্মক্ষম ও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর মানুষ হিসাবে গড়ে উঠে বিদেশে গিয়েও প্রতিযোগীতায় টিকে থাকতে পারে ময়মনসিংহ জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের শিক্ষা দেয়ার জন্য প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন।
মানসন্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার পৌরসভার মিলনায়তনে জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফজ্জল হোসেন নয়নের সভাপতিত্বে সভায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন,মোফাজ্জল হোসেন খান ও হারুনুর রশিদ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফজ্জল হোসেন নয়ন বলেন ভাষা আন্দোলনে শহীদদের স্মরন করে রাখতে কোন প্রকার সরকারী অনুদান ছাড়াই দেশে এই প্রথম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার ১৮১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করা হয়েছে, পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages