ফের কুয়েত প্রবাসীদের নিঃশ্বাসের ওপর করারোপের দাবি: নারী এমপি-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 30 October 2018

ফের কুয়েত প্রবাসীদের নিঃশ্বাসের ওপর করারোপের দাবি: নারী এমপি-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
কুয়েতের নারী এমপি সাফা আল-হাশেম আবারও দেশটিতে থাকা প্রবাসীদের নিঃশ্বাসের ওপর করারোপের দাবি তুলেছেন। কুয়েতি ওপর সরকারের করারোপের একটি পরিকল্পনার প্রতিবাদ করে তিনি এমন দাবি করেছেন। খবর কুয়েত টাইমসের।
কুয়েতের ৫০ সদস্যের জাতীয় পরিষদের একমাত্র নারী এমপি বলেন, প্রবাসীদের সব কিছুর জন্য অর্থ দিতে হবে; চিকিৎসা সেবা, অবকাঠামো এবং আমি আবারও বলছি বাতাসে নিঃশ্বাস নেয়ার জন্যও কর দিতে হবে।
কুয়েত সরকার সম্প্রতি একটি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কুয়েতি নাগরিকদের ওপর নতুন করারোপের চিন্তাভাবনা করেছে। কিন্তু এই নারী আইনপ্রণেতা সরকারের ওই প্রস্তাবের চরম বিরোধী। ওই প্রস্তাবের বিরোধিতা করতে গিয়ে পার্লামেন্টে চিৎকার করে তিনি বলেন, ‘কুয়েতি নাগরিকদের ওপর নতুন কোনও করারোপ করতে হলে তা আমার মৃতদেহের ওপর করতে হবে’।
সাফা জোর দিয়ে বলেন, কুয়েতিদের ওপর নতুন করারোপ করার আগে দেশটিতে থেকে প্রবাসীদের বিতাড়ন করতে হবে। তার ভাষায় মাত্র ১৪ লাখ কুয়েতিদের দেশে ৩২ লাখ প্রবাসী রয়েছে, আগে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া দরকার।
তিনি বলেন, সরকারকে আগে ১৪ হাজার বেকার কুয়েতির চাকরির ব্যবস্থা এবং দেশে থাকা এক লাখ ১০ হাজারের বেশি অশিক্ষিত প্রবাসীর সমস্যা সমাধান করতে হবে। কেন দেশটিতে প্রবাসীদের রয়েছে সেটি নিয়েও প্রশ্ন তোলেন এই নারী এমপি।
সম্প্রতি কুয়েতের জাতীয় সংসদ সেদেশের বেকার নাগরিকদের কর্মসংস্থানের  জন্য একটি কমিটি গঠন করে। কমিটিকে বলা হয় দরকার হলে প্রবাসীদের ছাটাই করে কুয়েতি নাগরিকদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, এর আগে গত বছরও তিনি একই ধরনের দাবি তুলেছিলেন। তার ভাষায় বিদেশী আতঙ্ক থেকে নয় বরং দেশপ্রেমের কারণে তিনি এমন দাবি তুলেছেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages