মন্ত্রীর প্রোগ্রাম শেষ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার বিটিভির ক্যামরা পার্সন ফয়সাল-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 2 October 2018

মন্ত্রীর প্রোগ্রাম শেষ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার বিটিভির ক্যামরা পার্সন ফয়সাল-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, এম এ হাসান,কুমিল্লা:
সাংবাদিকতা একটি মহান মহতি পেশা।কিন্তু এই মহান মহতি পেশা পালনে একজন সাংবাদিক প্রতিদিন যে পরিশ্রম করে সে বিষয়ে কখনো কেউ কোন সংবাদ প্রকাশ করেনা, বরং পরিশ্রম করে অন্যের সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে নিবেদিত থাকেন।সেই সাংবাদিক এর উপর ই বারে বারে হচ্ছে হামলা,নির্যাতন।জাতীর বিবেক আজ নিরাপদ নয়,উল্লেখ্য ২অক্টোবর মঙ্গলবার  কুমিল্লার চান্দিনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এম পি র চান্দিনা নবাবপুর জনসভা শেষ করে ফেরার  পথে ছিনতাইকারীদের কবলে পড়েছে বিটিভির ক্যামেরা পার্সন ফয়সাল আহম্মেদ।
এসময় তাকে মারধর  ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।মঙ্গলবার রাত ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় এ ঘটনা ঘটে।আমাদের প্রতিনিধি মোবাইল ফোনে আলাপকালে  বিটিভি ক্যামেরা পার্সন ফয়সাল আহম্মেদ  জানান, মন্ত্রীর জনসভা শেষ করে কুমিল্লা আসার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি। একটি মাইক্রোবাস (নোয়া) আমার সামনে থামানো হয়। পরবর্তীতে সেই মাইক্রোবাসে উঠে কুমিল্লার উদ্যোশে রওনা  হই । ড্রাইভার সহ চারজন ছিল। মাধাইয়া এলাকায় মাইক্রোবাসে থাকা তিনজন আমার দুই হাত ধরে বিটিভির ক্যামেরা ছিনিয়ে নেই। তখন বলে আমাদের কাছে পিস্তল আছে কোন কথা বলবি গুলি করে দিব।আমার পকেট থেকে ৪ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।
প্রচুর মারধর শুরু করে বলছে তোর কাছে ২০ লাখ টাকা আছে আমরা খবর পেয়েছি। জলদি দে। পরবর্তীতে বিটিভি ক্যামের পার্সনের পরিচয় দিলে, তারা স্তব্ধ হয়ে পড়ে । কিছুক্ষণ পর তারা বলছে আমাদের ক্যামেরা দরকার নেই টাকা গুলো নিয়ে তাকে মলম লাগিয়ে ফেলে দেই। পরবর্তীতে আমাকে মহাসড়কের ধামতী এলাকায় নামিয়ে দেয়। তাদের কাছের কোন প্রকার পিস্তল ও ছুরি ছিল কিনা এমন প্রশ্নে ফয়সাল বলেন, আমাকে এগুলোর ভয় দেখানো হয়েছি কিন্ত এগুলো দেখিনি। তবে তাদের কাছে এক প্রকার মলম ছিল। আমি ছিনতাইকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।এসময় তিনি তার ক্যামেরা ভাংচুর করা হয়েছে এবং তাকে মারধরও করা হয়েছে বলে জানান। কুমিল্লায় কর্মরত সাংবাদিক ও সচেতন জনগনের মাঝে এই বিষয়ে  রীতিমত তীব্র আতঙ্ক বিরাজ করছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages