![]() |
একুশে মিডিয়া, এম.এ হাসনাইন হাওলাদার,
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
“সৃজনে উন্নয়নে বাংলাদেশ”এই শ্লোগান’র মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মঙ্গলবার সকালে সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী উৎসবটি পালিত হয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার,হিন্দু-বৌদ্ধ-ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল কুমার দে। সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন,এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো।বর্তমান সরকারের যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
উন্নয়নের প্রত্যেকটি সূচকে বাংলাদেশ আজ অতীতের যে কোন সময়ের চেয়ে অগ্রগামী।র্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,জনপ্রতিনিধিগন অংশগ্রহন করেন। এদিকে আজ সন্ধ্যায় লোকজ মেলা (পিঠা উৎসব,পান মেলা)এবং উন্নয়ন কনসার্ট ও অনুষ্ঠিত হয়েছে।
No comments:
Post a Comment