একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
মঙ্গলবার (২২ অক্টোবর) আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও মঙ্গল। ২৩ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর বুধের প্রভাব প্রবল।(((একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৫, ১৪, ২৩।
আপনার শুভ বর্ণ: লাল ও সবুজ।
শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বুধ।
শুভ রত্ন: পান্না, প্রবাল।
আপনার শুভ বর্ণ: লাল ও সবুজ।
শুভ গ্রহ ও বার: মঙ্গল ও বুধ।
শুভ রত্ন: পান্না, প্রবাল।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। ১৪শী তিথি, রাত: ১০:৩০ থেকে পূর্ণিমা তিথি চলবে।(((একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক-জাতিকার দিনটি সকালের দিকে ব্যয় বহুল ও ঝামেলাপূর্ণ থাকবে। ভ্রমণে ব্যয় বৃদ্ধিও আশঙ্কা। আপনার কোনো মূল্যবান ডকুমেন্ট আসতে দেরি হতে পারে। আইনগত বা আয়কর সংক্রান্ত ঝামেলায় ভুগতে পারেন। প্রবাসীদের কাজে-কর্মে ব্যস্ততার যোগ। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে।(((একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। ঠিকাদারী ব্যবসায় কোনো অর্ডার পাওয়ার ক্ষেত্রে বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। বন্ধুর সাহায্য আশা করা যায়। কোনো ভাই-বোনের কাছ থেকে কিছু অর্থ ধার করতে পারেন। চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির যোগ প্রবল।(((একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। পিতার সাহায্য পেতে পারেন। কোনো পদস্ত কর্মকর্তার সহায়তায় রাষ্ট্রীয় ট্রেনিং-এ অংশ নেবার সুযোগ পেয়ে যাবেন। নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত হতে পারেন।(((একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। বৈদেশিক কাজে আশানুরুপ সফলতা পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আশানুরুপ সাফল্য পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু বাধার সম্মুখীন হতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রা শুভ।(((একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগস্ট): আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। সকালের দিকে কোনো পাওনাদারের মুখোমুখী হতে পারেন। ব্যাংক ঋণ যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধান থাকতে হবে। পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। চিকিৎসক ও ক্যামিকেল ব্যবসায়ীদের দিনটি শুভ।(((একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক কোনো কাজে দূরে ভ্রমণের যোগ প্রবল। অবিবাহিতদের বিবাহের কথাবার্তায় অগ্রগতি আশা করতে পারেন। যৌথ কোনো বিনিয়োগে ক্ষতি হতে পারে।(((একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক-জাতিকার দিনটি বলবান থাকবে না। সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা দেখা দিতে পারে। অধিনস্ত কর্মচারীর কোনো অপকর্ম ধরতে পারেন। চাকরিজীবীদের কর্মহানির আশঙ্কা প্রবল। বাসাতে কোনো প্রকার চুরির সম্মুখীন হতে হবে। গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না।(((একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। চারুকলার শিক্ষার্থীরা কোনো বৃত্তি পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেমিকার সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি দেখা দেবে। আজ সন্তানের পড়াশোনায় কিছুটা গাফিলতির আশঙ্কা প্রবল। নতুন রোমান্টিক সম্পর্কের শুরু হতে পারে।(((একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক ভালো যাবে। গৃহশান্তি ফিরে পাবেন। যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে। কোনো আত্মীয়র সাহায্য আশা করতে পারেন। কর্মস্থলে আপনার প্রত্যাশা পূরণের যোগ প্রবল। আজ গৃহের জন্য আসবাব পত্র ক্রয় করার সুযোগ আসতে পারে। মায়ের শরীর কিছুটা দুর্বল থাকার আশঙ্কা রয়েছে।(((একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বৈদেশিক অর্ডার লাভের যোগ প্রবল। সাংবাদিকদের কাজের ব্যস্ততা বাড়তে পারে। ছোট ভাই-বোনের সাথে সাংসারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কোনো অসুস্থ আত্মীয়কে সাহায্য করার উদ্যোগে ভালো সারা পাবেন।(((একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি): কুম্ভের জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। খুচরা ও পাইকারি ব্যবসায় সকালের দিকে ভালো বেচা-কেনা হবে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা শুভ। বিনিয়োগে ভালো মুনাফার যোগ রয়েছে। ব্যাংকের ক্যাশিয়ার ও হিসাব নিরিক্ষকদের একটু ধৈর্য্য সহকারে কাজ করতে হবে।(((একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীনের জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। আপনার ক্ষমতা বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে জীবন সাথীর সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ও কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধির যোগ প্রবল। বিদেশ থেকে কোনো অর্থ লাভের সম্ভাবনা। বন্ধু ও ব্যবসায়ীক অংশীদারের সাহায্য পেতে পারেন। নতুন বিনিয়োগে ঝুঁকি রয়েছে।(((একুশে মিডিয়া)))
No comments:
Post a Comment