একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ শুক্রবার (১২ অক্টোবর) আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি তুলা, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও বৃহস্পতি। ১২ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর বৃহস্পতির প্রভাব স্পষ্ট।(((একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।
আপনার শুভ বর্ণ: সাদা ও হলুদ।
শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও শুক্র।
শুভ রত্ন: হীরা ও পোখরাজ।
আপনার শুভ বর্ণ: সাদা ও হলুদ।
শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও শুক্র।
শুভ রত্ন: হীরা ও পোখরাজ।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র তুলা রাশিতে, সকাল ৭:২৩ থেকে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি সকাল: ৭:১৯ পর্যন্ত পরে ৪র্থী তিথি চলবে।(((একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। কিছু টাকা ঋণ করতে পারেন। কোনো আত্মীয় বা পরিচিতজনের অসুস্থতার সংবাদ আপনাকে হতাশ করতে পারে। আউটসোর্সিং এ আপনার তহবিল চুরি হবার আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।(((একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। সাংসারিক বিষয় নিয়ে জীবন সাথীর সাথে অপ্রত্যাশিত বিরোধের আশঙ্কা প্রবল। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ আয় রোজগার হবে না। অংশীদারি কাজে কিছুটা বিরক্ত হতে পারেন। কোনো আত্মীয়র বাসায় যাওয়ার কথা থাকলেও তা পরে বাতিল করতে পারেন।(((একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে। কাজের লোকের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোন মূল্যবাণ সামগ্রী হারিয়ে ফেলার আশঙ্কা প্রবল। হঠাৎ করে কোনো অপরিচিতর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নিজের রাগ ও জেদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।(((একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। প্রেম ও রোমান্সে সফল হতে পারবেন। সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। সন্তানের কোনো পরীক্ষায় সফলতা দেখে গর্বিত হবেন। আজ বেড়াতে যাওয়ার যোগ প্রবল। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আশানুরুপ সাফল্য লাভের যোগ।(((একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত কাজে ব্যস্ত হতে পারেন। কোনো আত্মীয়র সাহায্য আশা করা যায়। যানবাহন নিয়ে কিছুটা ঝামেলা দেখা দেবে। পরীক্ষার্থীরা প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। বন্ধুদের কারো সাথে দেখা হতে পারে। মন কিছুটা অস্থির চঞ্চল থাকতে পারে।(((একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। সাংবাদিক ও প্রকাশকদের কাজে কিছু ঝামেলা হতে পারে। ছোট ভাই-বোনের ভর্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা দেখা দেবে। প্রতিবেশী কারো সাহায্যর প্রয়োজন হতে পারে। বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন।(((একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় সামান্ন অগ্রগতি হবে। খাদ্য দ্রব্য ও পোশাক পরিচ্ছদ ব্যবসায় ভালো আয়ের যোগ। বড় ভাই-বোনের কাছ থেকে উপহার পেতে পারেন।(((একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। মানসিক অস্থিরতা ও শারীরিক দুর্বলতায় ভুগতে হবে। কারও প্রতি অকারণে অন্যায় করতে পারেন। অনুশোচনার অনলে পুড়তে হবে। জীবন সাথীর সাথে কোনো বিষয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। অংশিদারী কাজে আশানুরুপ অগ্রগতি হবে না।(((একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ছুটির দিন হওয়াতে কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। প্রবাসীদের একটু সতর্ক থাকতে হবে। কোনো প্রকার আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। সংসারের জন্য বাজার সদাই করতে গিয়ে অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা রয়েছে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।(((একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): আজ মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বাড়িতে কোনো ভাই-বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে। বড় ভাই বা বোনের বাসায় বেড়াতে যেতে পারন। আজ বন্ধুদের সাথে বহু ক্ষন সময় কাটাবার যোগ। আড্ডার মাঝেই কোনো প্রকার ব্যবসায়ীক আলাপ আলোচনা হতে পারে।(((একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরি সংক্রান্ত কোন পরীক্ষা বা তদবিরে অগ্রগতি হতে পারে। বিদেশ থেকে কোনো ভালো অফার বা অর্ডার পেতে পারেন। প্রশাসনিক কর্মকর্তাদের বাড়তি আয়ের সুযোগ আসবে। রাজনৈতিক নেতাকর্মীরা কিছুটা হতাশ হতে পারেন। নমিনেশন বঞ্চিত হবার আশঙ্কা প্রবল।(((একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ দুঃস্থদের জন্য কোনো কাজ করতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আনন্দ পাবেন। ব্যবসায়ীক কাজে দূরের যাত্রার পরিকল্পনা হতে পারে। উচ্চ শিক্ষার জন্য দূরের যাত্রার যোগ প্রবল। পিতার সাহায্য পেতে পারেন। ভাগ্য আপনার সহায় হবে। (((একুশে মিডিয়া)))
No comments:
Post a Comment