![]() |
একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে ভুবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামের মৃত আব্দুল করিম ব্যাপারীর প্ত্রু কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিুকুল ইসলাম রুপা (৫০) ও জামগড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের পুত্র আলী হোসেন (৪৮) কে ৩৪ বোতল ফেন্সিডিল ও ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বাঘাইতলা চৌরাস্তা নামক স্থান থেকে তাদের আটক করে থানা পুলিশ।
এ বিষয়ে হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম তালুকদার একুশে মিডিয়াকে বলেন, এ ঘটনায় পলাতক সহ মোট ৬ জনকে আসামী করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
No comments:
Post a Comment