![]() |
একুশে মিডিয়া, এবিএস রনি, যশোর প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ সোহেল রানা (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে উপজেলার মোবারকপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়।
![]() |
আটক সোহেল মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার মোবারকপুর নিমতলা এলাকার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোবারকপুরে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ২ হাজার ৫শ’ পিস ইয়াবা এবং নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ঝিকরগাছা থানায় পৃথক ধারায় দু’টি মামলা করেছে।
No comments:
Post a Comment