একুশে মিডিয়া, ঢাকা রিপোর্ট:
- রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতা মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ৭ নেতা।
- এ মামলায় পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খানসহ বিএনপির সাত শীর্ষ নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
- বুধবার (৩ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
- এর আগে বুধবার (৩ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ৭ নেতা সকালে হাইকোর্টে যান। পরে শীর্ষস্থানীয় সাত নেতার অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে পৃথক তিনটি আবেদন করা হয়।
- অন্তর্বর্তীকালীন জামিন আবেদনকারী নেতার হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
- এর আগে এই মামলার অপর দুই আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে মঙ্গলবার (২ অক্টোবর) আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
- উল্লেখ্য, সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলটির ৫৫ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
- গত সোমবার হাতিরঝিল থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩/১৪৪।
- মামলার এজাহারে বলা হয়, রবিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে মগবাজার রেলগেট এলাকায় আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেন।
- পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর জখম করেন। যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment