পলাশবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তার অপসারনের দাবীতে মানববন্ধন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 25 October 2018

পলাশবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তার অপসারনের দাবীতে মানববন্ধন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ. গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা (টিএইচও)অপসারনের দার্বীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।
বুধবার ২৪ অক্টোবর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলা সদরের চৌমাথা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তারা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টিএইচও ডা. মো. ওয়াজেদ আলীর অব্যাহত বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, দাম্ভিকতা, উদাসিনতা, স্বেচ্ছাচারিতা ও কর্মস্থলে উপস্থিতি ফাঁকি দেয়ার প্রবণতাসহ নানা অভিযোগ তুলে ধরেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ আহবানে মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, সাবেক ডেপুটি কমান্ডার মজিবুর রহমান, রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দের মধ্যে আবুল কালাম আজাদ খোকন, ওয়ারেছুর রহমান মন্টু, মন্জুর কাদির মুকুল, হামিদুর রহমান বিপ্লব ও সামছুজ্জোহা আহমেদ হিটু প্রমুখ।
টিএইচও কে আগামী এক সপ্তাহের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলীর যথাযথ পদক্ষেপ গ্রহনে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
বক্তারা এসময় নির্দিষ্ট সময়ের মধ্যে দাবী আদায় না হলে পরবর্তিতে বৃহত্তর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি উচ্চারন করেন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages