![]() |
একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান (চলনবিল প্রতিনিধি):
সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও পূঁজা মন্ডপে এসে ভক্তরা দেবীর পায়ের সিঁদূরে নিজেদের ভক্তি শ্রদ্ধায় রাঙিয়ে নেয়। দেবীর বিদায়ে অনেকে আবেগে আব্লুত হয়ে অশ্রু চোঁখ থেকে জল ছেড়ে দেন।
শুক্রবার (১৯অক্টোবর১৮ইং) বিজয়া দশমীর পূজা অর্চনা এবং সকল আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরের পর থেকে স্ব স্ব মন্ডপের প্রতিমাগুলো যানবাহনে করে নৌকায় তোলা হয়।
নওগাঁর করতোয়া নদীতে আশে পাশের বিভিন্ন গ্রাম উপজেলা থেকে বেশ কিছু প্রতিমা অটোভ্যান ও ট্রাকে যোগে আনা হয়। এবং নৌকা করে নদীতে ঘুরানো হয়।প্রতিমাবাহি নৌকা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন ক্লাব সংগঠন সমুহের প্রায় ৫ শতাধিক নৌকা নদীতে ভাসানো হয়। এসব নৌকায় ঢাকের শব্দ এবং মাইকের গানের শব্দে মুখরিত হয়ে উঠে এলাকা। এ সময় ছোট নদীতে মনোরম দৃশ্যের সৃষ্টি হয়। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে বিভিন্ন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ, শিশু, কিশোর প্রতিমা বিসর্জন এর দৃশ্য উপভোগ করেন।
এ উপলক্ষে নদীর দুইধারসহ পুরো এলাকা জুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ সময় নৌবিহার শেষে সন্ধ্যায় দহের ঘাটে পর্যায়ক্রমে প্রতিমাসমুহ বিসর্জন দেয়া হয়। তাড়াশ সহ চলনবিলের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। এবং অত্যন্ত শান্তিপূর্ন ভাবে এ বছরের মত শেষ হয় শারদীয় দূর্গাৎসব। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment